হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকার উত্তরা থেকে ব্যবসায়ী মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তরার ১৩ নম্বর রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঞ্জুর এলাহীর বাড়ি সন্দ্বীপে হলেও, পরিবার নিয়ে তিনি ঢাকার উত্তরায় থাকতেন। তিনি গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

চট্টগ্রামের হাটহাজারী থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ দুই মামলার অভিযোগপত্রে মঞ্জুর এলাহীর নাম রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গত বছরের এপ্রিলে চট্টগ্রামে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তারের পর নতুন জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের সন্ধান পায় র‌্যাব। পরে হামজা ব্রিগেডের অস্ত্র কেনার জন্য টাকা দেয়ার অভিযোগে গত বছর ধানমন্ডি থেকে দুই আইনজীবীসহ গ্রেপ্তার হন ব্যারিস্টার শাকিলা ফারজানা।