স্বাগত ১৪২৪

স্বাগত ১৪২৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আজ পয়লা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪২৪ বঙ্গাব্দের প্রথম দিন। প্রতি বছরের মতো এবারও সব ভেদাভেদ ভুলে উৎসবের রঙে নতুন বছর বরণ করছে পুরো দেশ।

ঢাকার রমনার বটতলায় ভোর ৬টার কিছু পরে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান। এ ছাড়া সকাল থেকেই পথে পথে নামবে মানুষের ঢল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, রমনা, টিএসসি থাকবে লোকে লোকারণ্য। বর্ণিল সাজে নতুন বছরের উৎসবে পথে নামবেন সবাই।

ঐতিহ্য মেনে সকালে চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কোর বিশ্ব সংস্কৃতির ঐতিহ‌্য স্বীকৃতি পাবার পর, এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ হচ্ছে। ঐতিহাসিকদের মতে : বৈদিক যুগে বাংলা সনের প্রথম মাস ছিল অগ্রহায়ণ। সম্রাট আকবর ফসলি সন হিসেবে বৈশাখ মাসকে প্রথম ধরে বাংলা বর্ষপঞ্জি প্রবর্তন করেন। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।