সেনা প্রধান হিসেবে জেনারেল আজিজের দায়িত্ব গ্রহণ

সেনা প্রধান হিসেবে জেনারেল আজিজের দায়িত্ব গ্রহণ

শেয়ার করুন

4ce63b0a6795833127ffa0673fb6b1b9-1b8156f5417f5663439db0ec693b9658-5b27756848acf
নিজস্ব প্রতিবেদক :

সোমবার সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজিজ আহমেদকে জেনারেল পদে পদোন্নতি প্রদান করে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ করা হয়।

সেনা সদরে নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। পরে তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তরিক বিদায় জানানো হয়।

এর আগে সকালে জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সকালে শিখা অণির্বানে পুস্পস্তবক অর্পন করেন। পরে বিদায়ী সেনা প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার দেয়া হয়। সেখানে তিনি একটি বকুল গাছের চারা রোপণ করেন।

নতুন সেনা প্রধান আজিজ আহমেদ সবশেষ সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিজিবির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।