সুষমা আসছেন রোববার, রোহিঙ্গা ও তিস্তা নিয়ে আলোচনার সম্ভাবনা

সুষমা আসছেন রোববার, রোহিঙ্গা ও তিস্তা নিয়ে আলোচনার সম্ভাবনা

শেয়ার করুন

iner-bg20170804022801নিজস্ব প্রতিবেদক :

দুই দিনের সফরে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর এই সফরে প্রাধান্য পাবে রোহিঙ্গা সমস্যা এবং তিস্তার পানি বন্টন চুক্তি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সুষমার এই সফরে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হবে না।

ভারতের বিদেশমন্ত্রী হবার পর দ্বিতীয়বারের মতো ঢাকা আসছেন সুষমা স্বরাজ। এর আগে এসেছিলেন ২০১৪ সালের ২৫ জুন। এবার আসছেন বাংলাদেশ ভারতের যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ বৈঠকে যোগ দিতে।

সুষমার এই সফর হবার কথা ছিল গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের পরপরই। সফর পেছাতে পেছাতে তিনি আসছেন এমন এক সময় যখন বাংলাদেশের প্রধান মাথা ব্যথা রোহিঙ্গা সমস্যা নিয়ে। স্বভাবতই সুষমার সফরেও প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু।

তবে, এই ডামাডোলেও হারিয়ে যাবে না তিস্তার পানি বন্টন চুক্তি। অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লী সফরে দুই বিষয়ে আলোচনার প্রাথমিক প্রেক্ষাপট নিশ্চিত করে এসেছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

এই দুটি বিষয়ে আলোচনা হলেও, বড় ধরনের কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম বলে মনে করেনকূটনীতিকরা।