সীমান্তে মাইন পাতার কথা অস্বীকার মিয়ানমারের

সীমান্তে মাইন পাতার কথা অস্বীকার মিয়ানমারের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

রোহিঙ্গা ঠেকাতে সীমান্তে মাইন পাতার কথা অস্বীকার করেছে মিয়ানমার। ঢাকায় বিজিবি-বিজিপি এর ৪ দিনের সীমান্ত সম্মেলনে তারা এর বাইরে রোহিঙ্গা সমস্যা নিয়ে অন্য কোনো কথা বলতেও রাজি হয়নি।

সম্মেলনের শেষ দিন পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। রোহিঙ্গা ইস্যুটিই আগে থেকে এজেন্ডায় রাখতে রাজি হয়নি মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ-বিজিপি। চারদিনের সম্মেলনে তাই আলোচনা হয়েছে ইয়াবা পাচার প্রতিরোধ ও অবৈধ মাদকদ্রব্য পাচার বন্ধের বিষয়গুলো।

মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল এ সীমান্ত সম্মেলনে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিজিবির অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আনসিুর রহমান।