‘সিইসি নিয়োগে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না’

‘সিইসি নিয়োগে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না’

শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি:

যারা ৫ জানুয়ারীকে গনতন্ত্র হত্যা দিবস বলে তাদেরকে পাগলের সাথে তুলনা করে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামীকাল ৫ জানুয়ারী দেশের জনগন গনতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবেনা।

বুধবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রী এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রী বলেন, জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এধরনের উদ্যোগ গ্রহনের কথা এখনও ভাবছে না।

পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে যোগ দেন।