সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ মারা গেছেন

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ মারা গেছেন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ চৌধুরী মারা গেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

আজ বাদ আসর ধানমন্ডির ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে ফারুক আহমেদ চৌধুরীর জানাজা হবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হবে তাঁর মরদেহ। গত ১০ মে গুরুতর অসুস্থ হলে ফারুক আহমেদ চৌধুরীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ফারুক আহমেদ চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১৪ জানুয়ারি সিলেটের করিমগঞ্জে। ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন তিনি। ১৯৭৬ সালে আবুধাবিতে, ১৯৭৮ সালে বেলজিয়ামে, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ চৌধুরী। ১৯৮৪ সালে তিনি পররাষ্ট্র সচিব হন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।