সাত খুন মামলায় নুর হোসেন-তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

সাত খুন মামলায় নুর হোসেন-তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাত খুনের মামলায় মোট ৩৫ জনকে অভিযুক্ত করা হয়। বাকীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

তাঁরা হলেন চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দ বালা, করপোরাল রুহুল আমিন, এএসআই বজলুর রহমান, হাবিলদার নাসির উদ্দিন, এএসআই আবুল কালাম আজাদ, সৈনিক নুরুজ্জামান, কনস্টেবল বাবুল হাসান ও সৈনিক আসাদুজ্জামান নূর। কারাগারে থাকা বাকি আসামিরা হলেন সাবেক কাউন্সিলর নূর হোসেন, তাঁর সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী, আবুল বাশার ও মোর্তুজা জামান (চার্চিল)।

রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন র‍্যাবের সদস্য। মামলার শুরু থেকেই র‍্যাবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক।

২৭ এপ্রিল ২০১৪, ভর দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের খানসাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করা হয়। অপহরণের খবর ছড়িয়ে পড়লে ফুসেঁ ওঠে নারায়ণগঞ্জ।

পরদিন ২৮ এপ্রিল আরেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন সহ আরো ৬ জনের বিরুদ্ধে মামলা করেন অপহৃত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আর চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে মামলা করেন ফতুল্লা মডেল থানায়।

মামলার একদিন পর ৩০ এপ্রিল বিকেলে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ৬ জনের লাশ, ১লা মে একই জায়গা থেকে উদ্ধার হয় ৭ম জনের লাশও।
৩ মে ২০১৪, ঘটনার সাত দিন পর নূর হোসেনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

কিন্তু ততোদিনে নূর হোসেন সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। পরে কলকাতায় ধরা পড়ে নূর হোসেন। ৪ মে নিহত নজরুলের শ্বশুর দাবি করেন, র‌্যাবের তিন কর্মকর্তাকে ৬ কোটি টাকার দিয়ে নূর হোসেন এ ঘটনা ঘটিয়েছে। এ অভিযোগের পরদিনই ৫ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।