সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রেখে সড়ক পরিবহন আইন অনুমোদন

সর্বোচ্চ ৫ বছরের সাজার বিধান রেখে সড়ক পরিবহন আইন অনুমোদন

শেয়ার করুন

Cabinet-1নিজস্ব প্রতিবেদক :

সড়কে ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ফেরাতে মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন পেল বহুল আলোচিত সড়ক পরিবহন আইন। আইনে বেপরোয়াভাবে বা চালকের অবহেলায় কেউ গুরুতর আহত বা নিহত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

একইসাথে তদন্তে হত্যা প্রমাণ হলে ফৌজদারী  কার্যবিধির ৩০২ ও ৩০৪ ধারা মোতাবেক সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো: শফিউল আলম।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এসব তথ্য জানান তিনি। আইনটি পাসের জন্য সংসদের আগামী অধিবেশনে তোলা হবে।

সম্প্রতি শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতি পেল সড়ক পরিবহন আইনটির চূড়ান্ত অনুমোদন। গত বছরের ২৭ মার্চ সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। তবে পরিবহন নেতারা খসড়ার বিভিন্ন ধারা ও শাস্তির বিধান শিথিল করতে চাপ দেন বলে অভিযোগ রয়েছে।