সরিয়ে ফেলা হল জিয়ার স্বাধীনতা পুরস্কার

সরিয়ে ফেলা হল জিয়ার স্বাধীনতা পুরস্কার

শেয়ার করুন

64-ziaur-r

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার বিকেলে জাদুঘর থেকে তার পদক সরিয়ে ফেলা হয়।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন দেয়া হয়, জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারের পদক আর জাতীয় জাদুঘরে থাকবে না।

২০০৩ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং জিয়াউর রহমানকে একসঙ্গে মরণোত্তর স্বাধীনতা পুরষ্কার দেওয়া হয়। কিন্তু জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার দেয়ায় বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে বলে আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছিল।

সেসময় পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র কোনও উত্তরাধিকারকে না দিয়ে দুটি পদকই জাতীয় জাদুঘরে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।