সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে সতর্ক থাকার আহবান রাষ্ট্রপতির

সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে সতর্ক থাকার আহবান রাষ্ট্রপতির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যদের সদা সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বুধবার সকালে খুলনা শিপ ইয়ার্ডে নৌবাহিনীর ২টি যুদ্ধ জাহাজ ও ২টি সাবমেরিন টাগবোটের কমিশনিং অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সামুদ্রিক সম্পদের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। এ সম্ভাবনাকে কাজে লাগাতে নৌবাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনীর সদস্যরা কাজ করবে।