‘সংসদ ভবনের মূল নকশা ফেরানোর সব প্রক্রিয়া শেষ’

‘সংসদ ভবনের মূল নকশা ফেরানোর সব প্রক্রিয়া শেষ’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ ভবনের মূল নকশা দেশে ফিরিয়ে আনার সব প্রক্রিয়া শেষ বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8রমনা পার্কের সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে শনিবার সকালে পার্কের রেস্তোরাঁয় আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি।

মতবিনিময় কালে, রমনা পার্কের বিরল বৃক্ষ সংরক্ষণের পাশাপাশি অপ্রয়োজনীয় গাছ অপসারণের পক্ষে মতদেন বক্তারা।

পরিকল্পনা ভিত্তিক ফুল, ফল ও ওষুধি গাছ রোপনের পরামর্শ দেন তারা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জানান, পার্কের উন্নয়ন ও সংরক্ষণে আউটসোর্সিং করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এ সময় জাতীয় সংসদ ভবনের মূল নকশা প্রসঙ্গে তিনি বলেন, লুই কানের নকশা প্রতিস্থাপন করবে সরকার।