সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল সংসদে পাস

সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল সংসদে পাস

শেয়ার করুন

parliament4নিজস্ব প্রতিবেদক :

সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এর মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২৫ বছর বাড়ানো হলো।

রোববার বিকেলে আইন মন্ত্রী আনিসুল হক এটি পাসের জন্য সপ্তদশ সংশোধনী বিল ২০১৮ উত্থাপন করেন। এর আগে স্থায়ী কমিটি থেকে সুপারিশ করা বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হয়।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী দুই অংশে অনুষ্ঠিত এই বিভক্তি ভোটে প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদসহ উপস্থিত সংসদ সদস্যরা ভোট দেন। এতে বিলের পক্ষে দুই দফায় যথাক্রমে ২৯৫ ও ২৯৮ টি ভোট পরে। অপর দিকে বিপক্ষে একটিও ভোট না পড়ায় স্পিকার শিরিনে শারমিন চৌধুরী সপ্তদশ সংশোধনীর পাশ ঘোষণা করেন।