শিগগিরই শুরু হচ্ছে বঙ্গবন্ধু -২ স্যাটেলাইট তৈরির কাজ

শিগগিরই শুরু হচ্ছে বঙ্গবন্ধু -২ স্যাটেলাইট তৈরির কাজ

শেয়ার করুন

PM-4-06.06.2018-kallol-Pixনিজস্ব প্রতিবেদক :

শিগগিরই শুরু হচ্ছে বঙ্গবন্ধু -২ স্যাটেলাইট তৈরির কাজ। আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইটের মালিকানা দুটি কোম্পানির হাতে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে অর্বাচীনের মত বলেও মন্তব্য করেন তিনি।

দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন দ্বিতীয় দিনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।

এদিন প্রধানমন্ত্রীকে যে কজন সংসদ সদস্য প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, তাদের প্রায় সবাই জানতে চেয়েছেন গত ১২ মে উৎক্ষেপন করা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে।

বাংলাদেশের প্রথম স্যাটেলাইটটির মালিকানা সরকারের হাতে নেই। দুটি বেসরকারী কোম্পানির হাতে। বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে চাইলেন একজন সংসদ সদস্য।

প্রধানমন্ত্রী বললেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মত বিশ্বে আরো যেসব আধুনিক প্রযুক্তি আছে বা আসছে, পর্যায়ক্রমে তা সবই বাংলাদেশে নিয়ে আসা হবে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি তাদের আমলে অনেক প্রযুক্তি দেশে আনতে দেয় নি।

খুব শিগগিরই বঙ্গবন্ধু -২  স্যাটেলাইট তৈরির কাজও শুরু হবে বলেও এসময় সংসদকে জানান প্রধানমন্ত্রী।