শান্তিরক্ষা মিশনে নিহত তিন বাংলাদেশি সেনার জানাযা সম্পন্ন

শান্তিরক্ষা মিশনে নিহত তিন বাংলাদেশি সেনার জানাযা সম্পন্ন

শেয়ার করুন
ScreenShot_20171001142108
ছবি: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক :

আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা মিশনে নিহত তিন বাংলাদেশি সেনার জানাযা সম্পন্ন হয়েছে। গত ২৪শে সেপ্টেম্বর আফ্রিকার মালিতে বোমা বিস্ফোরণে ওই তিন বাংলাদেশি সেনা নিহত হন।
22007593_419374515126763_4619033986362857234_nনিহতরা হলেন- সার্জেন্ট আলতাফ, ল্যান্স কর্পোরাল জাকিরুল ও সৈনিক মনোয়ার। একজন মেজরসহ আরো চারজন এ ঘটনায় আহত হন। সকালে ঢাকা সেনানিবাসের চপার্স ডেন, ১৩ এমপি ইউনিটে নিহত তিন সেনার মরদেহ নিয়ে আসা হয়।

জানাযায় উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। এ সময় তিন বাহিনীর প্রধানসহ, মালিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ পল ডিকোনিক নিহত সেনাদের শ্রদ্ধা জানান।

উল্রেখ্য মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ বাংলাদেশী শান্তিরক্ষীদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করে। এরই ধারাবাহিকতায় পরদিন ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা আবার আরো শক্তিশালী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। সাহসিকতা ও সফলতার সাথে তারা পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করে। তবে, সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে তিনজন বাংলাদেশী শান্তিরক্ষী শাহাদৎ বরণ করেন।

গত ২৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মালির রাজধানী বামাকোতে শহীদ বাংলাদেশী শান্তিরক্ষীদের যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ কর্তৃক সম্মান প্রদর্শন করা হয়। পরবর্তীতে সেনাসদস্যদের মরদেহ গত ৩০ সেপ্টেম্বর বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। মালিতে নিয়োজিত জাতিসংঘের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ-পল ডিকোনিন্ক উক্ত বীর শান্তিরক্ষীদের সম্মান প্রদানের জন্য নিজেই মরদেহের সাথে বাংলাদেশে আগমন করেন।