শাজাহান খানকে নিয়ে সমালোচনার ঝড়, পদত্যাগ দাবি

শাজাহান খানকে নিয়ে সমালোচনার ঝড়, পদত্যাগ দাবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্যের জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে নিয়ে আবারো ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। দাবি উঠেছে অবিলম্বের তার পদত্যাগের। ধর্মঘটে পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং সরকার সমর্থিত পরিবহন নেতাদের মদত দেয়ারও অভিযোগ উঠেছে।

সারাদেশে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিকে ধর্মঘট না বলে ‘স্বেচ্ছায় অবসরে গেছেন’ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের  এমন বিতর্কিত বক্তব্য এখন ভাইরাল হচ্ছে ফেইসবুক, টুইটার, ইন্সটোগ্রামসহ সামাজিক গণমাধ্যমগুলোতে।

সড়ক পরিবহন ফেডারেশনের খুলনা অঞ্চলের নেতারা ধর্মঘট প্রত্যাহার করলেও নৌপরিবহনমন্ত্রীর সরকারি বাসায় শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে ধর্মঘটের এই সিদ্ধান্ত পাল্টে যায় এমন অভিযোগও উঠেছে।

কেউ কেউ লিখেছেন, বিচার বিভাগ-আদালত নয়, কোন ধারায় মামলা হবে তা নির্ধারণ করে দিচ্ছেন সরকারের মন্ত্রীদের শ্রমিক সংগঠনগুলো।

সরকারের কোন মন্ত্রী ধর্মঘট প্রত্যাহারের আহবান জানাচ্ছেন, আবার কেউ কেউ মদদ দিচ্ছেন। যেন শর্ষের মধ্যেই ভূত! এমন মন্তব্য অনেকের।

পরিবহন সেক্টরসহ নানা ইস্যুতে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত-সমালোচিত শাহজাহান খানের পদত্যাগেরও দাবি উঠেছে।