রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে না

রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে না

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, টাকা উদ্ধারের প্রক্রিয়া চলমান থাকায় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে সাইবার হামলার বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশে আরও সময় নিবে সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতমন্ত্রিপরিষদ বিভাগে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পুরো টাকা উদ্ধারের লক্ষ্যে ফিলিপাইনে একটি মামলা চলছে। এই সময়ে ওই প্রতিবেদন প্রকাশিত হলে টাকা উদ্ধার প্রক্রিয়া ব্যহত হতে পারে’। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, ওই তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর প্রকাশিত হবে।

আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এতে কিছুটা সময় লাগবে কিন্তু এটা প্রকাশিত হবে।’

আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে চুরির অর্থ পুরোটাই উদ্ধার সম্ভব হবে।

বাংলাদেশের টাকা উদ্ধারে ত্বরিত ব্যবস্থা নেয়ার জন্য অর্থমন্ত্রী ফিলিপাইন সরকারকে ধন্যবাদ জানান।