রাষ্ট্রের তিন অঙ্গকে সীমার মধ্যে দায়িত্ব পালনের আহবান

রাষ্ট্রের তিন অঙ্গকে সীমার মধ্যে দায়িত্ব পালনের আহবান

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রের ৩ অঙ্গ-বিচার বিভাগ, আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে সীমার মধ্যে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের প্রয়াত প্রবীণ আইনজীবী মাহমুদুল ইসলামের স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ত্রুটিপূর্ণ আইন করলে বিচার বিভাগের ওপর চাপ পড়ে। প্রশাসনের কর্মকর্তারা পরিধির বাইরে যেন হস্তক্ষেপ না করেন। ড. কামাল হোসেন বলেন, ৭২ সালে রাজনৈতিক বিবেচনায় মাহমুদুল ইসলামকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়নি।

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক বলেন, সব যোগ্যতা থাকা সত্ত্বেও মফস্বলের অভিযোগ তুলে তাকে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হয়নি। ব্যারিস্টার  রফিক উল হক বলেন, তিনি ছিলেন আইনের চলমান অভিধান।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আইন বিষয়ক বইয়ের কারণে তিনি অমরত্ব পেয়েছেন। তিনি ছিলেন নীতিবান, ন্যায়নিষ্ঠ, নির্মোহ ও প্রচারবিমুখ।