রাজধানীবাসীর বড় দুর্ভোগের নাম মগবাজার-মালিবাগ ফ্লাইওভার

রাজধানীবাসীর বড় দুর্ভোগের নাম মগবাজার-মালিবাগ ফ্লাইওভার

শেয়ার করুন

unnamedনিজস্ব প্রতিবেদক :

রাজধানীবাসীর সবচেয়ে বড় দুর্ভোগ- মগবাজার মালিবাগ ফ্লাইওভার এলাকা। কোথাও খানাখন্দ। কোথাও ধুলার সমুদ্র। আর যানজট তো নিত্যদিনের। কোথাও কোথাও ওয়াসা এবং সুয়ারেজের লাইন এক হয়ে সুপেয় পানির সংকট। এলাকাবাসী এতটাই ক্ষুব্ধ, এ নিয়ে আর কথাই বলতে চান না তারা।

মালিবাগ রেলগেট থেকে রামপুরার দিকে যেতে নির্মাণাধীন  ফ্লাইওভারের দুদিকের একদিকে পানির স্রোত। যেন বন্যা। অন্যদিকে ধুলির ঝড়। একই অবস্থা মৌচাক, শান্তিনগর, রাজারবাগেও।
1_136462বড় যানগুলো কোন রকমে পার হলেও ছোটগুলো বিপাকে। যারা এই  পথে ঢুকেন তারা পড়েন উভয় সংকটে।

চার লেন বিশিষ্ট ৮ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের  মেয়াদ ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ পর্যন্ত ছিল। তবে তিন দফা বাড়িয়ে করা হয় ২০১৭ সালের জুন পর্যন্ত। তবে এই সময়ে কাজ শেষ হবে কিনা সন্দেহ এলাকাবাসীর।

ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী সড়ক ও পার্শ্ববর্তী ফুটপাথে রাখার কারণে সরু হয়ে গেছে রাস্তা। ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে  যানজট।

দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ফ্লাইওভার নির্মাণকাজ এবং দুর্ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসী। তারা বলেন, ১৫ দিন আগে অরক্ষিতভাবে একটি গার্ডার রাখা হয়। সতর্কতামূলক ব্যবস্থা না নেয়ায় এই দুর্ঘটনা।