রাজউকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

শেয়ার করুন

150810102651_bangla_anti_corruption_commission_acc_dudak_640x360_bbc_nocreditনিজস্ব প্রতিবেদক :

প্লট বরাদ্দে অনিয়মের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের একটি দল রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন দুদকের গণমাধ্যম কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। বৃহস্পতিবার ভোরে পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় বলা হয় ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে রাজউকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজের নামে ২০ কাঠা জমি বরাদ্দ করেন। যদিও তাঁরা জমির জন্য আবেদন করেননি।