মোবাইল টাওয়ারের ক্ষতিকর রেডিয়েশন বন্ধে ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ নিতে নির্দেশ

মোবাইল টাওয়ারের ক্ষতিকর রেডিয়েশন বন্ধে ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ নিতে নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মোবাইল টাওয়ারের ক্ষতিকর রেডিয়েশন বন্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন আগামী ১০ এপ্রিলের মধ্যে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনের শুনানিতে, মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ। ওইদিন বিটিআরসিকেও এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।