মুফতি হান্নানসহ ৩ জঙ্গির রিভিউ খারিজ: যেকোনো সময় ফাঁসি কার্যকর

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির রিভিউ খারিজ: যেকোনো সময় ফাঁসি কার্যকর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় পুলিশসহ ৩ জন নিহত হওয়ার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ ৩ আসামির রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করায় আরো কোনো বাধা থাকলো না। আপিল বিভাগ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজাও বহাল রেখেছেন।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গ্রেনেড হামলায় আহত হন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ প্রায় ৭০ জন। ২০০৮ সালের ২৩শে ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিন আসামি মুফতি আবদুল হান্নান, হুজি সদস্য শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে ফাঁসির আদেশ দেন।

যাবজ্জীবন সাজা পাওয়া দুই আসামী মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি ও মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল। মুফতি হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও নাশকতা বিস্তৃত হয়েছে। ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলের কাছে বোমা পুঁতে রেখে প্রথমবারের মতো আলোচনায় আসেন মুফতি হান্নান।