‘মিয়ানমার সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমস্যা হচ্ছে’

‘মিয়ানমার সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমস্যা হচ্ছে’

শেয়ার করুন

2017-09-07_bss-11_962724নিজস্ব প্রতিবেদক :

রাখাইন রাজ্যে বিদ্রোহীদের হামলায় মিয়ানমার সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে বাংলাদেশের সমস্যা হচ্ছে। সকালে বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিত নাকানডালা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে  সাক্ষাৎ করতে এলে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসব হামলা আমরা কখনোই সমর্থন করি না। তবে মিয়ানমার কর্তৃপক্ষ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।

জাতিসংঘের হিসেবে সাম্প্রতিক সহিংসতায় নতুন করে সোয়া লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে। সন্ত্রাসকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস নির্মূলে সব দেশের এক সঙ্গে কাজ করার উচিত। এ অঞ্চলের উন্নয়নে বাংলাদেশকে বিমসটেককে গুরুত্ব দিচ্ছে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দায়িত্বপালনকালে বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিত নাকানডালা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা- ইউএনআইডিও’র মহাপরিচালক লি অং।