মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের রিয়াজউদ্দিন ফকিরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের রিয়াজউদ্দিন ফকিরের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের রিয়াজউদ্দিন ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ মামলায় তিন আসামির মধ্যে অন্য দু’জন ফুলবাড়িয়ার রাজাকার বাহিনীর প্রধান আমজাদ আলী গ্রেফতারের পর ও রাজাকার ওয়াজ উদ্দিন পলাতক অবস্থায় মারা গেছেন। এজন্য তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রিয়াজের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে ২২ আগস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত ফুলবাড়িয়া উপজেলার বেবিট্যাক্সি স্ট্যান্ড, রাঙ্গামাটিয়া ঈদগাহ সংলগ্ন বানা নদী, দিব্যানন্দ ফাজিল মাদ্রাসা, ফুলবাড়িয়া ঋষিপাড়া, আছিম বাজার ও ভালুকজান গ্রামে তিনি অপরাধগুলো সংঘটিত করেন বলেও অভিযোগে বলা হয়েছে। ২০১৬ সালে রিয়াজ ও ওয়াজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন ট্রাইব্যুনাল।