মাত্র দেড় ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম!

মাত্র দেড় ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম!

শেয়ার করুন

t91erah4নিজস্ব প্রতিবেদক :

এবার, দ্রুত গতির ট্রেন যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগবে মাত্র দেড় থেকে দুই ঘন্টা।

বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত নকশা প্রনয়নের জন্য চাইনা রেলওয়ে ডিজাইন করপোরশেন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ কনসোর্টিয়ামের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

দেড় বছরের মধ্যে এই নকশা প্রনয়নের কাজ শেষে রেল লাইন বসানোর কথা শুরু হবে। এর ফলে বর্তমান দুরত্বের চেয়ে ৯০ কিলোমিটার কমে ঢাকা থেকে চট্টগ্রামের দুরত্ব দাঁড়াবে দুইশ ত্রিশ কিলোমিটার।

অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দে কোন সমস্যা হবে না। কথা বলেন, পদ্মা সেতুর রেল নির্মাণ নিয়েও।