ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালানো অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিপক্ষে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

রোববার শুনানি শেষে আপিল বিভাগ ১৮ মে পর্যন্ত রায়টি স্থগিত ঘোষণা করেন। ওই দিন আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া্ রায়ে বলা হয়, ২০০৯ সালে করা ভ্রাম্যমাণ আদালত আইন সংবিধানের সঙ্গে মারাত্মকভাবে সাংঘর্ষিক। কারণ, সংবিধান বিচার করার ক্ষমতা শুধু বিচার বিভাগকে দিয়েছে এবং মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রটরা ভ্রাম্যমাণ আদালত চালাতে পারেন না।

২০১১ সালে কামরুজ্জামান খান নামে এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তিনি তখন ভ্রাম্যমাণ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরকম আরও তিনটি রিটের পরিপ্রেক্ষিতে এই রায় দেন হাইকোর্ট।