ভেজাল ও নিষিদ্ধ ওষুধসহ আটক এক বিক্রেতা

ভেজাল ও নিষিদ্ধ ওষুধসহ আটক এক বিক্রেতা

শেয়ার করুন

আটক১নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কোতোয়ালী থেকে ২১ ধরনের আমদানী-নিষিদ্ধ ও ভেজাল ওষুধসহ নূর হাজী নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গত ১৩ই অক্টোবর তাকে আটক করা হলেও, আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন জানান, আটক নূর হাজী ক্ষতিকর ও ভেজাল ওষুদে বিদেশি লেভেল ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। ওষুধগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ওষুধের কারখানা ও যেসব দোকানে এগুলো বিক্রি করা হয়, সেখানেও অভিযান চালানো হবে জানান ডিবি পুলিশের এই যুগ্মকমিশনার।