ভবন ভাঙ্গতে আরও এক বছর সময় চেয়েছে বিজিএমইএ

ভবন ভাঙ্গতে আরও এক বছর সময় চেয়েছে বিজিএমইএ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার কারওয়ান বাজারের অবৈধ ভবন থেকে উত্তরায় নতুন ভবনে কার্যালয় সরিয়ে নিতে উচ্চ আদালতের কাছে আরো এক বছর সময় চেয়েছে তৈরি পোশাক কারখানা মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

আগামী ১১ সেপ্টেম্বরের পর যেকোন সময় এই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে হাতিরঝিল সংলগ্ন ভবনটি থেকে কার্যালয় সরাতে, গত মার্চ মাসে ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন আদালত। সে হিসাবে ১১ সেপ্টেম্বর এই সময় শেষ হওয়ার কথা।

বিজিএমইএ নেতারা জানান, সময় চেয়ে তাঁদের আবেদনটি আদালত বিবেচনা করবেন বলে আশা করছেন তাঁরা।