বড়পুকুরিয়া কয়লা নিয়ে দুর্নীতি অনুসন্ধানে দুদকের তিন সদস্যের একটি কমিটি

বড়পুকুরিয়া কয়লা নিয়ে দুর্নীতি অনুসন্ধানে দুদকের তিন সদস্যের একটি কমিটি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন -দুদক।

সোমবার বিকেলে জনসংযোগ উপ-পরিচালক প্রনব কুমার ভট্টচার্য জানান, কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা মূল্যের ১ লাখ ১৬ হাজার টন কয়লা আত্মসাতের অভিযোগ পায় দুদক। দুদক পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে তিন সদস্যের কমিটিতে আছেন সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও সহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম।

১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।