ব্যাংক লেনদেন ১০টা-দেড়টা, রোববারও ছুটি

ব্যাংক লেনদেন ১০টা-দেড়টা, রোববারও ছুটি

শেয়ার করুন

Banking in covid situation
করোনা সংক্রমণ বেড়ে চলার পরিপ্রেক্ষিতে দেশে শাটডাউন নামে পরিচিতি পাওয়া কঠোর বিধিনিষেধে ব্যাংকে লেনদেন চলবে সাড়ে তিন ঘণ্টা। আর সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে বাড়িয়ে করা হয়েছে তিন দিন।

ফলে শুক্র থেকে রোববার ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলবে বলে জানানো হয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক খোলা থাকবে তিনটা পর্যন্ত। বাকি দেড় ঘণ্টা ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে।

এই সময়সীমা কার্যকর হচ্ছে আগামী সোমবার থেকে। ১ জুলাই ব্যাংক খোলা থাকলেও জুন ক্লোজিং এর জন্য কোনো গ্রাহক লেনদেন করতে পারবে না।