বোমার স্প্লিন্টারের আঘাতেই কালাম আজাদের মৃত্য হয়েছে

বোমার স্প্লিন্টারের আঘাতেই কালাম আজাদের মৃত্য হয়েছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মতিষ্কে বোমার স্প্লিন্টারের আঘাতেই র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদের মৃত্য হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে ময়না তদন্ত শেষে এ কথা জানান চিকিৱসক সোহেল মাহমুদ।

তিনি বলেন আজাদের বাম চোখ দিয়ে বোমার একটি স্প্লিন্টার তার মতিস্কে প্রবেশ করায় তার মৃত্যু হয়। র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ গতকাল রাত ১২টার দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার বাদ জুমা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে আবুল কালাম আজাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় র্যা ব সদর দফতরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানীতে ঢাকা সামরিক কবরস্থানে দাফন করা হবে।

গত ২৫ মার্চ সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র্যািবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। অবস্থার উন্নতি না হলে ২৬ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। পরে ২৯ মার্চ আবুল কালাম আজাদকে লাইফ সাপোর্টে রাখা অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরত পাঠানো হয়।