বেতন বাড়ানোর প্রতিবাদে আইডিয়াল কলেজে অভিভাবকদের বিক্ষোভ

বেতন বাড়ানোর প্রতিবাদে আইডিয়াল কলেজে অভিভাবকদের বিক্ষোভ

শেয়ার করুন

1435776746

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা।

সোমবার সকালে স্কুলটির মুগদাপাড়া শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এরপর সেখানে তারা মানবন্ধন করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই স্কুল কর্তৃপক্ষ বেতন বাড়িয়েছে। অভিভাবক প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা না করেই শিক্ষার্থীদের মাসিক বেতন ২৫০ টাকা বাড়ানো হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ তোলেন অভিভাবকেরা। এছাড়া, ২০১৬ শিক্ষাবর্ষে স্কুলটির ৩ শাখায় ২ হাজারেরও বেশি শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করা হয়েছে বলেও অভিযোগ তাদের।