বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘শুভেচ্ছা দূত’ হলেন সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘শুভেচ্ছা দূত’ হলেন সায়মা ওয়াজেদ

শেয়ার করুন

1481367657নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  ‘শুভেচ্ছা দূত’ হিসেবে দায়িত্ব পেয়েছেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

এর আগে এর আগে গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলকে ১১ দেশের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগ দেয় ডব্লিউএইচও।

এর আগে অটিজম বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য ডব্লিউএইচও পুতুলকে  ২০১৪ সালের জন্য ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ও দিয়েছে। গত এপ্রিলে ভুটানে একটি আন্তর্জাতিক কনফারেন্সে অটিজমসহ অন্যান্য নিউরো ডিসঅর্ডারের ওপর ‘থিম্পু ঘোষণা’ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সায়মা ওয়াজেদ।

তার এ সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগামী দুই বছরের জন্য একই অঞ্চলে ‘শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগের ঘোষণা দেন বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। বৃহস্পতিবার দিল্লিতে এ ঘোষণার দেওয়ার সময় তিনি বলেন, অটিজম শনাক্তকরণে সায়মা ওয়াজেদ পুতুলের স্বতঃস্ফূর্ত শ্রম প্রশংসনীয়।