বিমানে ত্রুটি: প্রধান প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বিমানে ত্রুটি: প্রধান প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বিমানবন্দর থানায় এ মামলা হয়।

বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া মামলাটি গ্রহণ করেন।

মামলার এজাহারভুক্ত আসামি বিমানের প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরীসহ এজাহারভুক্ত আসামিদের সবাইকেই ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরো দুটি তদন্ত কমিটি গঠন করে। এই দুই কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে।