বিমানবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

বিমানবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে বিমানবাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এক সময়ের জাতীয় প্যারেড স্কয়ার, ২০১৩ সালের আগে পুরাতন বিমানবন্দর হিসেবই পরিচিত ছিলো। ২০১৩ সালের ৯ এপ্রিল এ বিমানবন্দরকে ‘বঙ্গবন্ধু ঘাঁটি’ হিসেবে ঘোষণা করা হয়। তার সাড়ে ৩ বছর পর ঘাটিটিকে জাতীয় পতাকা প্রদান বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হলো।

অনুষ্ঠানে বিমানবাহিনীর কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এরপরই অনুষ্ঠিত হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে, স্বাধীনতা যুদ্ধ বিমান বাহিনীর অবদান স্বরণ করেন। এ সময় বাহিনীর সদস্যদের আরও বেশী দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। এ বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।