বিনা নোটিশে পেশাজীবী সংগঠনের কর্ম বিরতি অবৈধ

বিনা নোটিশে পেশাজীবী সংগঠনের কর্ম বিরতি অবৈধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিনা নোটিশে পেশাজীবী সংগঠনের কর্মবিরতিকে অবৈধ বলেছেন বিশেষজ্ঞরা। এ ধরনের কাজ করে যারা জনগণকে জিম্মি করছে তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য তাদের। একই সঙ্গে এক দিন আগে শেষ হওয়া বাস শ্রমিকদের কর্মবিরতিকেও সম্পুর্ণ অবৈধ বলেছেন তারা।

আদালতের রায়ের বিরদ্ধে রাজধানীর রাজপথে বাস শ্রমিকরা এমন তান্ডব চালিয়ে ছিলো গত বুধবার। পূর্ব কোন ঘোষণা ছাড়া তাদের এমন কর্মবিরতিতে জিম্মি হয় জনগণ।

শুধু বাস শ্রমিক নয়, নানা কারণে প্রায়ই হয় ধর্মঘট। পেশাজীবী সংগঠনগুলোর ব্যানারে এমন কর্মসূচিতে শেষ পর্যন্ত ভোগান্তি হয় সাধারণ মানুষেরই। পূর্ব ঘোষনা ছাড়া  এধরনের কর্ম বিরোতির কোন বৈধতাই নেই বলে মন্তব্য এই আইন প্রনেতার।

গত বুধবারের বাস শ্রমিকদের কর্মবিরতিকে সম্পুর্ন অবৈধ বলেছেন নিম্নতম মজুরী বোর্ডর সাবেক চেয়ারম্যানইকতেদার আহমেদ। যারা জনগনকে জিম্মি করে তাদের সাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ব্যাক্তি স্বার্থে যারা জনগণকে ব্লাকমেইল করে তাদের বিচারের দাবি ভোক্তা অধিকারের সংগঠন ক্যাব প্রধানের।