বিদেশি সিরিয়াল বন্ধে নাট্যনির্মাতাদের সমাবেশ

বিদেশি সিরিয়াল বন্ধে নাট্যনির্মাতাদের সমাবেশ

শেয়ার করুন

gathering সমাবেশএটিএন টাইমস ডেস্ক:

হঠাৎ করেই সংকটে দেশের নাট্যশিল্প। দেশীয় চ্যানেলগুলোতে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়ালের আগ্রাসনে বিপাকে নাট্যনির্মাতারা।

এর প্রতিবাদে আগামী ৩০শে ডিসেম্বর সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ফেডারেল টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন। রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে এ কথা জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

গত কয়েক বছরে দেশের প্রোগ্রাম চ্যানেলগুলোতে বেড়েছে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়ালের প্রচার। বিজ্ঞাপনের চাহিদা ও দর্শকপ্রিয় হওয়ায় প্রোগ্রাম চ্যানেলগুলোও দেশিয় নাটকের বদলে বিদেশী সিরিয়াল প্রচারের দিকে ঝুঁকছে।

এরই ধারাবাহিকতায় ৫ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান ও অভিনয়শিল্পীদের কেন্দ্রীয় সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন।

শুধু সিরিয়াল নয়, ডাউনলিঙ্ক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে যাচ্ছে দেশীয় বিজ্ঞাপনও। নির্মাতাদের আক্ষেপ অনেক আগে থেকেই অনুষ্ঠান প্রচারণা নীতিমালা সংশোধন করে উদ্যোগ নেওয়া উচিৎ ছিল।

নভেম্বরের মধ্যে বিদেশি সিরিয়াল বন্ধ ও সুষ্ঠ নীতিমালা জারি করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় নির্মাতা-প্রযোজকরা।