বিদায় দূর্গা মা

বিদায় দূর্গা মা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

অশুভকে পরাজিত করে সন্তানদের আশীর্বাদ দিতে পৃথিবীতে আসেন দেবী দূর্গা। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত চলে দেবীর আরাধনা। তাই মা-দূর্গাকে বিদায় দিতে বিষাদের সুরে মধ্যরাতে রাজধানীর মন্ডপগুলোতে চলে দেবীর আরাধনা। আবারও অপেক্ষা, দেবী দূর্গা আসবেন শুভ শক্তি নিয়ে।

উমা বাংলার মেয়ে। এই আশ্বিনে ৫ দিনের জন সে আসে বাপের বাড়ি। সঙ্গে ৪ সন্তান- গনেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী।

সন্তান-সন্তনি নিয়ে পার্বতীর পিত্রালয়ে আসাকেই বাঙালি উদযাপন করে। সেটাই শারদোৎসব। দেখতে দেখতে ফুরিয়ে এসেছে দিন। শেষ হয়ে এসেছে উৎসব।  আজ পার্বতী আবার ফিরে যাবে কৈলাসে। আজ হবে বিসর্জন। তাই কাল শেষরাতটা মানুষ উপভোগ করেছে মন্ডপ ঘুরে ঘুরে।

রাজধানীর মন্ডপগুলোয় তাই ছিল দর্শনার্থীদের ভিড়। বিদায়ের আগে দেবীকে দেখার, প্রার্থনার আকুতি ছিল সবার মধ্যে। মানুষের স্বতস্ফূর্ত উচ্ছ্বাসের মুখর হয়েছে উৎসবের মেষ প্রহর। নগরীর নিরাপত্তা ব্যবস্থাও অবশ্য এজন্য প্রশংসার দাবীদার।