বিচারক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে রিট; আদেশ মঙ্গলবার

বিচারক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে রিট; আদেশ মঙ্গলবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিচারক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে রিটের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ দিন ঠিক করেন। উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলাসংক্রান্ত ১১৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে এ রিট করা হয়।

গত ৩ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে বলা হয়, ১৯৭২ সালের সংবিধানে ১১৬ অনুচ্ছেদে অধঃস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু ‘৭৫-এর চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতিকে।

এছাড়াও সংবিধানের ৯৫ অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে বিচারপতি নিয়োগের বিধান থাকলেও সংসদে কোনো আইন ছাড়াই দীর্ঘ ৪৫ বছর ধরে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। দুইটি অনুচ্ছেদই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।