‘বিএনপি প্রার্থী জিতলেও সুষ্ঠু নির্বাচন করতে ইসি ব্যর্থ হয়েছে’

‘বিএনপি প্রার্থী জিতলেও সুষ্ঠু নির্বাচন করতে ইসি ব্যর্থ হয়েছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির রাজনৈতিক কৌশলের কাছে হেরেছে আওয়ামী লীগ। এ দাবি করে বিএনপি নেতারা বলেছেন, বিএনপি প্রার্থী জিতলেও, সুষ্ঠু নির্বাচন করতে ইসি পরাজিত হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পৃথক দু’টি আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রধান নির্বাচন কমিশনার ব্যর্থ বলে সমালোচনা করেন। সরকারি দলের প্রার্থী সন্ত্রাসী দিয়ে কেন্দ্র দখল করেও, জনগণের ভোট বিপ্লবের কাছে পরাজিত হয়েছে বলে দাবি করেন তিনি।

অপর এক সভায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, কুমিল্লায় বিএনপির রাজনৈতিক কৌশলের কাছে সরকারের পরাজয় ঘটেছে। জাল ভোট না পরলে জয় পরাজয়ের ব্যবধান আরও বেশী হত।