‘বিএনপির নির্যাতনের জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী’

‘বিএনপির নির্যাতনের জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী’

শেয়ার করুন

4c2d684801b26582e1dde6b8a86a9d80-23-12-16-pm_new-ng-meyor-selina-hyat-ive-8নিজস্ব প্রতিবেদক:

সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ বিএনপির অত্যাচার নির্যাতনের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে তাদের ভোট চাওয়ার অধিকার নেই।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের নব নির্বাচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় আওয়ামী লগের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে দলিয় সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান, নৌকা প্রতীক নিয়ে প্রথম নির্বাচিত সিটি মেয়র সেলিনা হায়াত আইভী।

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো পাশাপাশি নারায়ণগঞ্জ বাসির জন্য শীতলক্ষ্যা নদীর উপর একটি সেতু তৈরি করে দেয়ারও দাবি জানান তিনি। জবাবে শীতলক্ষ্যার উপর সেতু নির্মাণ হচ্ছে জানিয়ে, নৌকা প্রতীকের বিজয়ে আইভীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বিএনপি বিপুল হারের পর এখন কথা খুঁজে পাচ্ছেনা বলেই নির্বাচনে কারচুপির অভিযোগ আনছে। নারায়ণগঞ্জে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।