বকেয়া বেতনের দাবিতে মিরপুরে যানবাহন ভাঙচুর করেছে শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে যানবাহন ভাঙচুর করেছে শ্রমিকরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-১ নম্বরে সড়কে অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। সোমবার বিকেলের এ ঘটনায় মিরপুর ও আশপাশের রাস্তাঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এর আগে সকালের দিকেও এক ঘণ্টাব্যাপী এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শ্রমিকরা জানায়, মেরিডিয়ান গার্মেন্টসের নয়জন শ্রমিককে কয়েক দিন আগে ছাঁটাই করে কর্তৃপক্ষ।

আজ সকালে কাজে গিয়ে শ্রমিকরা দেখেন, কারখানা ৯ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মিরপুর থেকে কারাখানা স্থানান্তর করা হচ্ছে বলেও শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায়। এসব কারণে ক্ষুব্ধ শ্রমিকরা মিরপুর-১ নম্বরের কিয়াংসি চাইনিজ রেস্টোরেন্টের সামনের বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তাদের সঙ্গে এসে আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও যোগ দেন। তাঁরা কয়েকটি পোশাক কারখানার সামনে কাচ, ফটক ভাংচুর করেন। একপর্যায়ে তাঁরা মিরপুর-১ নম্বরে চিড়িয়াখানা সড়ক অবরোধ করেন।