ফ্লাইট জটিলতার সমাধান, আজ রাতেই আসছে ফাইজারের টিকা

ফ্লাইট জটিলতার সমাধান, আজ রাতেই আসছে ফাইজারের টিকা

শেয়ার করুন

Pfizer vaccine_2
করোনা সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ রাতেই নির্ধারিত সময়ে আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যদিও এর আগে দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না বলে জানিয়েছিল তারা।

আজ রোববার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন ঢাকা পোস্টকে বলেন, আজকেই ফাইজারের টিকা আসছে। ব্রিফিংয়ের আগ পর্যন্ত আমাকে জানানো হয়েছিল ফ্লাইট জটিলতার কারণে আজ টিকা আসছে না। ব্রিফিং শেষে পরে আবারও ফোনে জানানো হয়েছে যে রাতেই টিকা আসছে।

তিনি বলেন, ‘রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকা দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।’

এর আগে দুপুরে নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের এই মুখপাত্র বলেন, ফাইজারের যেই টিকা রাতে আসার কথা ছিল, সেগুলো আজ আসছে না। নির্দিষ্ট যে ফ্লাইটটি টিকা নিয়ে আসার কথা ছিল, সেটি আমরা পাইনি। সেক্ষেত্রে টিকা আসতে কিছুটা দেরি হতে পারে।

শনিবার (২৯ মে) বিকেলে অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।