ফটক আটকে জগন্নাথের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফটক আটকে জগন্নাথের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

হলের দাবিতে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুরান ঢাকার রায়সাবাজার মোড়ে টায়ার জ্বালিয়ে শ্লোগান দিচ্ছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষকদের বাস থামিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তবে প্রধান ফটকের অর্ধেক অংশ কর্তৃপক্ষ কেটে ফেলায় সেটিতে তালা দিতে না পারলেও সবকটি ভবনেরই ফটকে তালা লাগিয়ে দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা তালা লাগিয়ে দিয়েছে ভিসি ড. মীজানুর রহমানের কার্যালয় ভবনেও।