‘প্রধান বিচারপতি দেশকে জাস্টিস রিপাবলিক অব বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন’

‘প্রধান বিচারপতি দেশকে জাস্টিস রিপাবলিক অব বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন’

শেয়ার করুন

3a788084076b70a7875da782c469b2f1-598afd07f3ae3নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে জাস্টিস রিপাবলিক অব বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন। যেখানে উনি আচরণ করছেন হেডমাস্টারের মতো, আর  বিচারকদের ভাবছেন ছাত্র।

ষোড়শ সংশোধনীর রায়ে আনুষ্ঠানিক ভাবে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার বিকেলে আইন কমিশনের পক্ষে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান হিসেবে তিনি বলেছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মোটেও সংবিধানের মৌলিক কাঠামো না, বরং মার্শাল ল দিয়ে করা এই সংশোধনী ৫ম সংশোধনীর চূড়ান্ত রায়ে নির্দিষ্ট সময় পর বাদ দিতে বলা হয়েছিল। এছাড়া, ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতির লেখা রায় অনেকটাই বিচারের আগে ঠিক করে রাখা বলে মনে হয়েছে সাবেক এই প্রধান বিচারপতির।

এছাড়া সংসদ নিয়ে রায়ে যা বলা হয়েছে, তা অপরিণত আচরণ এবং দুর্বল বিচারিক আচরণ বলে অভিমত আইন কমিশনের।