‘প্রকাশক দীপন হত্যার মাস্টারমাইন্ডও মেজর জিয়া’

‘প্রকাশক দীপন হত্যার মাস্টারমাইন্ডও মেজর জিয়া’

শেয়ার করুন

মেজর জিয়া

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার মাস্টারমাইন্ডও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জিয়া। দীপন হত্যায় অংশ নিয়েছিলো ৫ খুনি। হত্যার প্রধান আসামী মইনুল হাসান শামীম ওরফে সিফাতকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে গোয়েন্দারা।

মইনুল হাসান শামীম। সাংগঠনিক নাম সিফাত ওরফে সামির ওরফে ইমরান। সিলেটের মদনমোহন কলেজের ছাত্র শামীম প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রধান আসামী বলে দাবি গোয়েন্দাদের। মঙ্গলবার টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শামীম সাভারের ব্যাংক কলোনিতে ব্লগার ও গানের শিক্ষক হত্যায়ও জড়িত ছিলেন।

লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ করায় প্রকাশক দীপনকে হত্যা করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের।

এক মাসেরও বেশি সময় আগে হত্যার জন্য টার্গেট করা হয় প্রকাশক দীপনকে। তারপর টঙ্গী এলাকায় হত্যার প্রশিক্ষণ নেয় খুনিরা। আর কিলিং মিশনে অংশ নিতে রাজধানীর মহাখালির একটি বাসা ভাড়া নিয়েছিলো খুনিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  মইনুল এমন তথ্য দিয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

গেলো বছরের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে জাগৃতি প্রকাশনীর নিজ অফিসে প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা হয়।