পদ্মা সেতু দুর্নীতির গুজব: ৩১ আগস্টের মধ্যে তদন্ত কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু দুর্নীতির গুজব: ৩১ আগস্টের মধ্যে তদন্ত কমিশন গঠনের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির গুজব রটনাকারীদের খুঁজে বের করতে এখন পর্যন্ত তদন্ত কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে কেন তদন্ত কমিশন গঠন হবে না তা জানতে চেয়ে গত ১৫ ফেব্রুয়ারি স্বতোপ্রণেদিত রুল জারি করেছিলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর কয়েক দফায় তদন্ত কমিশন গঠনের আদেশ দেওয়ার পরেও তা না হওয়ায়, বুধবার শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত কমিশন গঠনের নির্দেশও দেন।

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন থেকে ২০১৩ সালে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। একই সঙ্গে, নির্মাণকাজে দুর্নীতির ঘটনায় কানাডার প্রতিষ্ঠান- এসএনসি লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে তারা। পরে, কানাডার আদালত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগকে ‘অনুমানভিত্তিক’ ও ‘গুজব’ বলে  রায় দেয়।