নয় মাসে এক লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে

নয় মাসে এক লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি :

প্রতিদিন বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা শরণার্থী। গত নয় মাসে লাখ খানেক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। সব মিলিয়ে এখন শরণার্থীর ৬ লাখ।

রোহিঙ্গা শরণার্থীরা ফিরে যেতে চায় জন্মভূমিতে। জীবনের নিরাপত্তা নিশ্চিত হলেই, তারা ছেড়ে যাবেন কক্সবাজারের আশ্রয় শিবির।

১৯৭৮ সালে শুরু হয় রোহিঙ্গা অনুপ্রবেশ। থামেনি এখনও। গতবছরের অক্টোবরে নতুন করে দাঙ্গা হয় মিয়ানমারে। এর পর লাখো শরণার্থী আশ্রয় নেয় বাংলাদেশে। রোহিঙ্গাদের দাবি, জীবন বাঁচাতেই তারা দেশ ছেড়েছেন।

মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গারা ফিরতে চাননা। তবে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা মনে করে, দুই দেশের সরকারের আন্তরিক হলে শরনার্থী সমস্যার  সমাধান সম্ভব।

কক্সবাজারে আশ্রয় নেয়া  রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযোগ, তারা চোরাচালান, মাদক ব্যবসা, মানব পাচারসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। পুলিশের দাবি, রোহিঙ্গাদের নজরদারিতে রাখা হয়েছে।