নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত

শেয়ার করুন

রোহিঙ্গানিজস্ব প্রতিবেদক :

জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের শরনার্থী বিষয়ক ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম।

রোববার রয়টার্সকে দেয়া সাক্ষাতাকরে তিনি একথা জানান। বলেন, প্রত্যাবাসন বিষয়ে সরকারের পরিকল্পনা আগামী বছর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। রোহিঙ্গাদের মূল দাবি অনুযায়ী প্রত্যাবাসন শুরু করতে নতুন পদক্ষেপ দরকার বলেও জানান তিনি।

গত ১৫ নভেম্বর ২ জাহার দু’শো রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠানোর কথা থাকলেও, বিক্ষোভের মুখে তা স্থগিত রাখা হয়। ন্যায়বিচার, নাগরিকত্ব এবং ভূমির অধিকার ফিরে পাওয়ার দাবি পূরণের আগে, মিয়ানমার যেতে অস্বীকৃতি জানায় প্রত্যাবাসন তালিকায় থাকা রোহিঙ্গারা। আবুল কালাম মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসন চাইলে মিয়ানমারকে নাগরিকত্বের বিষয়ে একটি পরিস্কার পথনির্দেশনার প্রস্তাব করতে হবে।

আগামী মাসে প্রত্যাবাসন বিষয়ক পরবর্তী দ্বিপাক্ষিক সভায় বিষয়টি উত্থাপন করবেন বলে জানান বাংলাদেশের এই শরনার্থী বিষয়ক ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা।