‘নিরাপদ সড়কের জন্য চাই কার্যকর আইন’

‘নিরাপদ সড়কের জন্য চাই কার্যকর আইন’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদ সড়ক নিশ্চিত করতে যুগোপযোগী ও কার্যকর আইন প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার দুপুরে মহানগর নাট্টমঞ্চে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মহাসমাবেশে স্পিকার বলেন, বেপরোয়া গাড়ি চালনা, চালকের প্রশিক্ষণ সুসংহত না করা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারসহ নানা কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এটি জাতীয় জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনে বলেও উল্লেখ করেন ড. শিরীন শারমিন।

তিনি আরও বলেন, সচেতনতার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। আর এ বিষয়গুলো নিজ নিজ এলাকায় ব্যাপক ভাবে প্রচার করতে সাংসদদের তাগিদ দেন স্পিকার। ‘নিরাপদ সড়ক আইনের বিল’ সংসদে এলে, গুরুত্ব দেয়া হবে বলেও জানান ড. শিরীন শারমিন চৌধুরী।